Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিসার-এ+ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা তুরস্কের

তুর্কি ড্রোনে সামরিক অনুশীলন আজারবাইজানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ১২:০৪ এএম

নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিসার-এ+ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এক টুইট বার্তায় এই তথ্য জানায়। দেশটির মধ্যাঞ্চলীয় আকসারাই প্রদেশে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। সোমবার চালানো এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রতিরক্ষা মন্ত্রণালয় মিসাইল উৎক্ষেপণের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যায় ক্ষেপণাস্ত্রটি আকাশে উড়ে যাচ্ছে। হিসার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিভিন্ন সামরিক স্থাপনা, বন্দর, বিভিন্ন সামরিক অবকাঠামো ও পরিবহন সুবিধা আর সেনাদের ওপর আকাশ হামলা থেকে রক্ষায় একটি প্রতিরক্ষায় তৈরি হয়েছে। নিম্ন ও মধ্যম উচ্চতায় তুরস্কের সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষার বিদ্যমান চাহিদা এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পূরণ হবে। হিসার-এ+ ক্ষেপণাস্ত্রের বিভিন্ন উপাদান হলো রাডার, পরিচালনা ও নিয়ন্ত্রণ অংশ আর ক্ষেপণাস্ত্র ছোঁড়ার নিয়ন্ত্রণ অংশ। এ ক্ষেপণাস্ত্রের বিভিন্ন উপাদানগুলো আসেলসান ও রকেটসান কোম্পানি উন্নয়ন করেছে। তুরস্কের এ দুই প্রতিরক্ষা কোম্পানি সম্পূর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উদ্ভাবন করেছে। এ দুই প্রতিরক্ষা কোম্পানিই তুরস্কের সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জঙ্গি বিমান, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল, ড্রোন ও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর। অপর এক খবরে বলা হয়, তুরস্কের উদ্ভাবিত বায়রাকতার ড্রোন নিয়ে সামরিক অনুশীলন চালিয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। মঙ্গলবার এই সামরিক অনুশীলন চালানো হয়। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামরিক অনুশীলনের বিভিন্ন ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে ড্রোনগুলোকে হ্যাঙ্গার থেকে বের করে রানওয়েতে নিতে দেখা যায়। সেখানে এই সামরিক ড্রোনগুলোকে পরীক্ষা করা এবং জ্বালানি সরবরাহের কাজ করতে দেখা যায় কর্মীদের। পরে সামরিক অনুশীলনের অংশ হিসেবে এ ড্রোনগুলো আকাশে ওড়ে। এছাড়া কৃত্রিমভাবে তৈরি শত্রু লক্ষ্য শনাক্ত ও ধ্বংসের অনুশীলনে অংশ নেয় ড্রোনগুলো। ইয়েনি শাফাক।



 

Show all comments
  • JH M Yasin Khan ৭ মে, ২০২১, ১:৪৬ এএম says : 0
    ফিরে আসুক তুরস্কের সেই সোনালী ইতিহাস। অফুরন্ত ভালোবাসা তুরস্কের প্রতি।
    Total Reply(0) Reply
  • A.K. Sajen ৭ মে, ২০২১, ১:৪৭ এএম says : 0
    বিভিন্ন দেশের সামরিক অবস্থার অস্থিতিশীলতা ভিত্তি করে তুরস্ক ভাল ব্যবসায়ী হয়ে উঠছে দিন দিন
    Total Reply(0) Reply
  • Towhid Bin Alam ৭ মে, ২০২১, ১:৪৮ এএম says : 0
    গোলা দিয়ে পারমাণবিক দেশ ইসরায়েল কে গুড়িয়ে দেওয়া হোক !
    Total Reply(0) Reply
  • রেজাউল করিম ৭ মে, ২০২১, ১:৪৯ এএম says : 0
    তুরস্কের জন্য শুভ কামনা রইলো।
    Total Reply(0) Reply
  • নাজনীন জাহান ৭ মে, ২০২১, ১:৫০ এএম says : 0
    ইনশায়াল্লাহ, তুর্কি আচিরেই বিশ্ব শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।
    Total Reply(0) Reply
  • Habibur Rahman ৭ মে, ২০২১, ৯:৩১ এএম says : 0
    আলহামদুলিল্লাহ্! মাশা-আল্লাহ! ????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজারবাইজান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ