Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আর্মেনিয়া-আজারবাইজান লড়াইয়ে মৃত্যু বেড়ে ১৭৬

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:২৮ এএম

আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত সংঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৭৬ জনে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অস্ত্রবিরতির ঘোষণা দেয় নিকোল পাশিনিয়ান সরকার। খবর দ্যা মস্কো টাইমসের।

আর্মেনিয়ার একজন শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা জানান, দু’পক্ষের সমঝোতায় স্থানীয় সময় ৮টা নাগাদ কার্যকর হয়েছে এই অস্ত্রবিরতি। যাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। একইসাথে বিবদমান পক্ষগুলোকে টেকসই সম্পর্কোন্নয়নের জন্য সংলাপে বসার তাগিদ দিয়েছে। অবশ্য- আজারবাইজানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা না আসায় রয়েছে চাপা উদ্বেগ।

গেলো দু’দিনের সংঘাতে ৭১ জন সেনাকে হারানোর কথা জানিয়েছে মুসলিম রাষ্ট্র আজারবাইজান। অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র বলেছে, তারা হারিয়েছে ১০৫ জন। ফলে অসন্তোষ ছড়িয়েছে আর্মেনিয়ায়। প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ-প্রতিবাদে উত্তপ্ত দেশটির রাজধানী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্মেনিয়া-আজারবাইজান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ