Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নাজিরপুরে গাঁওখালী বাজারে অগ্নিকান্ড ১০ টি দোকান ভস্মীভূত

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ১০:৩৯ এএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাঁওখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছ। এ অগ্নিকান্ডে ঐ বাজারের প্রায় ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে এক থেকে দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেছেন। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মধ্যবাজারের প্রবীন কর্মকারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহুর্তেই আগুন পাশে থাকা মুদি দোকান ও বইয়ের দোকানে ছড়িয়ে পরে। এর মধ্যে পাশের কাপড়ের দোকান সহ তেলের দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পরে। এদিকে নাজিরপুর ফায়ার সার্বিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
বাজারের ব্যবসায়ী সুখরঞ্জন জানান অগ্নিকান্ডে বাজারের ১০ টি দোকানসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নি কান্ডে নগদ টাকা মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ক্ষতির পরিমান আরো বাড়তে পারে।
নাজিরপুর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় আমরা আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছি। বাজারের ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে ক্ষতির পরিমান কত হয়েছে তা আপনাদেরকে পরে জানাব।
নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আশ্রাফুজ্জামান জানান ঐ রাতেই আমাদের টিম এবং ফায়ার সার্ভিস টিম এক সাথেই কাজ করেছি বিধায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো মোস্তাফিজুর রহমান রঞ্জু, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম শেখ (বাবুল)সহ অন্যান্য নেতৃবৃন্দ অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ