মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের একটি উঁচু পর্যায়ের প্রতিনিধিদল লিবিয়া সফর করেছে। প্রতিনিধিদলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগøু, প্রতিরক্ষামন্ত্রী হলুসি আকার, গোয়েন্দাপ্রধান হাকান ফিদান এবং চিফ অব স্টাফ ইয়াসার গুলের ছিলেন। জাতিসংঘের একটি প্রস্তাবনা বাস্তবায়নের বিষয় নিয়ে সফরের সময় তুর্কি প্রতিনিধিদলের সঙ্গে লিবিয়ার কর্মকর্তারা আলোচনা করেন যাতে লিবিয়া থেকে বিদেশী যোদ্ধা প্রত্যাহারের কথা বলা হয়েছে। সফরের সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মানকুসের সঙ্গে সংবাদ সম্মেলনে বলেন, তুরস্কের কাছে লিবিয়ার অখÐতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা অগ্রাধিকার পাচ্ছে। চাভুসওগøুর সঙ্গে বৈঠকের সময় লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের প্রস্তাবনা বাস্তবায়নের জন্য তুরস্কের প্রতি আহŸান জানান। জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের সেনা এবং যোদ্ধা মোতায়েন করা হয়েছে আগের সরকারের সঙ্গে একটি চুক্তির আওতায়। তিনি দাবি করেন, এসব তুর্কি সেনা ম‚লত লিবিয়ার সেনাদের প্রশিক্ষণ দেয়ার জন্য মোতায়েন করা হয়েছিল। এর মধ্যদিয়ে আঙ্কারা এবং ত্রিপোলির মধ্যকার সম্পর্ক নির্ধারিত হবে। তুরস্ক চাইছে লিবিয়ায় রাজনৈতিক পরিবর্তন হলেও আগের চুক্তি যেন পরিবর্তিত না হয়। তবে মনে হচ্ছে লিবিয়ার বর্তমান সরকার দেশটিতে বিদেশি সেনাদের উপস্থিতি মেনে নেবে না।
আনাদোলু, সিনহুয়ানেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।