Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে মার্কিন ঘাঁটিতে তৃতীয়বার রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ৩:০৭ পিএম

ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। গত কিছু দিনের মধ্যে এই নিয়ে মার্কিন এ ঘাঁটিতে তিনবার হামলা হলো।

গতকাল মঙ্গলবার ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আইন আল আসাদ ঘাঁটিতে দুটি রকেট আঘাত হেনেছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। অবশ্য, ইরাকি সামরিক বাহিনীর ওই বিবৃতিতে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

এর আগে সোমবার ইরাকের আল-আহাদ টেলিভিশন চ্যানেল জানায়, আল বালাদ বিমানঘাঁটিতে ছয়টি রকেট আঘাত হানে। এর একদিন আগে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের নিয়ন্ত্রণে থাকা বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা হয়।

এসব হামলা খুব কাছাকাছি সময়ে হয়েছে; কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী এর দায়িত্ব স্বীকার করেনি। অবশ্য এ ধরনের হামলার জন্য সাধারণত ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোকে দায়ী করা হয়। সূত্র : পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ