Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডারবান চলচ্চিত্র উৎসবে অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মে, ২০২১, ১:২১ পিএম

আলোচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘রিকশা গার্ল’ দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। উৎসবে প্রদর্শনের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নেবে সিনেমাটি। চলতি বছরের ২২ জুলাই থেকে ‍১ আগস্ট পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। এরমধ্য দিয়ে হবে ‘রিক্সা গার্ল’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার।

সিনেমাটির প্রযোজক এরিক জে অ্যাডামসকে উদ্ধৃত করে ফেসবুকে অমিতাভ রেজা আরও জানিয়েছেন, এখন সিনেমাটি অস্কারে জমা দেওয়া যাবে।

এ প্রসঙ্গে অমিতাভ রেজা গণমাধ্যমকে বলেন, ‘অস্কারের ব্যাপারটি আমি আমার প্রযোজককে কোট করেছি। এ প্রসঙ্গে বিস্তারিত জানি না। তবে শুনেছি, এ আয়োজনের ফলে অস্কারে সিনেমা জমা দেওয়া সহজ হয়।’

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার। নাঈমা নামে এক কিশোরীর রিকশার প্যাডলে জীবনের ঘানি টানার গল্প উঠে এসেছে চলচ্চিত্রে।

সিনেমাটিতে নাঈমার চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এ ছাড়া অভিনয় করছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভুঁইয়া, নাসির উদ্দিন খান, অ্যালেন শুভ্র, রূপকথা, অশোক বেপারী, সিয়াম আহমেদ প্রমুখ।

‘রিক্সা গার্ল’ ছবিটি মুক্তি প্রসঙ্গে নির্মাতা জানিয়েছিলেন, ছবিটির সেলস অ্যাজেন্ট জার্মান, আন্তর্জাতিক রিলিজের বিষয়টি তারাই দেখছেন। আর লোকাল রিলিজের বিষয়টি নির্ভর করবে, আন্তর্জাতিক রিলিজ হয়ে যাওয়ার পরে।

বিজ্ঞাপননির্মাতা হিসেবে তুমুল জনপ্রিয় অমিতাভ রেজা চৌধুরী অসংখ্য নাটকও নির্মাণ করেছেন। ২০১৬ সালে তার নির্দেশনায় প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ সাড়া ফেলেছিল ঢাকাই চলচ্চিত্রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ