বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যুক্তরাষ্ট্রের মডার্না উদ্ভাবিত করোনা ভ্যাকসিন আনতে সরকারের কাছে আবেদন করলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোন অগ্রগতি হয়নি বলে জানিয়েছে দেশের অন্যতম ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড। রেনাটার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এস কায়সার কবির বলেন, টিকা আনার বিষয়টিতে এখনো অগ্রগতি নেই।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, মডার্নার করোনা ভ্যাকসিন দেশে আনার অনুমতি চেয়ে লিখিত আবেদন জমা দিয়েছে রেনাটা। আমরা এ সম্পর্কিত নথিপত্র ঔষধ প্রশাসন অধিদফতরের (ডিজিডিএ) কাছে পাঠিয়েছি। রেনাটা মডার্নার টিকা আনতে সক্ষম কিনা বিষয়টি ডিজিডিএ পরীক্ষা করে দেখবে। ডিজিডিএর মূল্যায়নের পরই এ বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা।
মহাপরিচালক বলেন, মডার্নার ভ্যাকসিন বাংলাদেশে আনা হলে তা মাইনাস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। এ কারণে অনুমোদন দেয়া হলেও এ টিকা ঢাকায় রাখতে হবে। ঢাকার বাইরে এ টিকা সংরক্ষণ সম্ভব নয় বলে জানান তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও সুইজারল্যান্ড এ সাত দেশে কোনো টিকা বা ওষুধ ব্যবহারের অনুমতি পেলে বাংলাদেশ সেটার অনুমোদন দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।