Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওটিটির জন্য সিনেমা নির্মাণ করবেন চিত্রনায়ক ওমর সানী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১২:২০ পিএম

ক্যারিয়ারে প্রথমবার সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ‘মাতৃত্ব’ খ্যাত নির্মাতা জাহিদ হোসেন। তবে নিজের নির্মিত প্রথম সিনেমাটি প্রেক্ষাগৃহের জন্য নয়, ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করতে যাচ্ছেন এই তারকা।

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘প্রথমবার সিনেমা পরিচালনার পরিকল্পনা করেছি। বিষয়টি এখনো প্রস্তুতি পর্যায়ে আছে। সিনোপসিস রয়েছে আমার কাছে, তবে এখনো চিত্রনাট্যের কাজ চলছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটির কাজ পুরোদমে শুরু করার ইচ্ছে আছে।’

তিনি আরো বলেন, ‘আমি মূলত নেটফ্লিক্সের মতো ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমা নির্মাণ করবো। এটা গতানুগতিক বাণিজ্যিক সিনেমা হবে না। এ ব্যাপারে আমার ছেলে স্বাধীন অনেক সাহায্য করবে। সে যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণের উপর পড়াশোনা করেছে এবং হলিউডেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।’

এখনো সিনেমাটির নাম প্রকাশ করা হয়নি। শোনা যাচ্ছে, ওমর সানীর নির্মিতব্য প্রথম সিনেমায় অভিনয় করবেন মৌসুমী। আর সিনেমাটি নির্মাণ করা হবে ওমর সানী ও মৌসুমীর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান কপোতাক্ষ ঘর থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ