Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বন্দি বিনিময় নিয়ে প্রকাশিত খবর সত্য নয় : যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মে, ২০২১, ১২:০২ এএম

ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল রোববার জানায়, গুপ্তচরবৃত্তির অভিযোগে তেহরানে আটক ৪ মার্কিনির সঙ্গে যুক্তরাষ্ট্রে আটক ৪ ইরানি বন্দি বিনিময় হচ্ছে। সেসঙ্গে আমেরিকায় আটকে পড়া ইরানের বিপুল পরিমাণ অর্থ থেকে ৭০০ কোটি ডলার অর্থ ছেড়ে দিতে ওয়াশিংটন রাজি হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্বীকৃতি জানিয়ে বলেছে, এমন কোনো কিছুই হচ্ছে না। ইরানি কর্তৃপক্ষের বরাতে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটেন যদি ইরানের সামরিক সরঞ্জামের ঋণ পরিশোধ করে তবে ব্রিটিশ-ইরানিয়ান নাগরিক নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফকেও ছেড়ে দেয়া হবে। তবে ব্রিটিশ পররাষ্ট্র অফিসের এক কর্মকর্তা এই প্রতিবেদন অস্বীকার করেছেন। এদিকে ইরান ও আমেরিকার মধ্যে বন্দি বিনিময়ের ব্যাপারে সমঝোতা হয়েছে বলে কোনো কোনো গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা নিশ্চিত করেননি জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি। মাজিদ তাখতে রাভাঞ্চি সাংবাদিকদের বলেন, এ খবরে সত্যতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। আমেরিকার সঙ্গে বন্দি বিনিময়ের জন্য ইরান সব সময় নিজের প্রস্তুতি ঘোষণা করে এসেছে। তবে এই মুহূর্তে এ ব্যাপারে নতুন করে কোনো সমঝোতা হয়নি। ইসলামি প্রজাতন্ত্র ইরান বহুবার বন্দি বিনিময়ের আগ্রহ প্রকাশ করলেও আমেরিকা নানারকম ভিত্তিহীন অজুহাত দেখিয়ে এ সংক্রান্ত আলোচনা এড়িয়ে গেছে। আমেরিকার কারাগারে আটক ইরানি বন্দিদের মধ্যে এমন অনেকে আটক রয়েছেন, যারা শুধু ইরানের ওপর আরোপিত বেআইনি নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটক হয়েছেন। আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ