Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রকাশিত হলো জয়ের ভালোবাসার বাজি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ১২:০২ এএম

সাউন্ড টেকের ব্যানারে নির্মিত জয়ের নতুন গান ‘ভালবাসার বাজি’ ‘সাউন্ড টেক’ চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ‘ভালবাসার বাজি’ গানের কথা লিখেছেন গৌতম রায়। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাজেশ ঘোষ। ‘ভালোবাসার বাজি’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শিল্পী জয় ও সুস্মিতা সিনহা। ভিডিওটি নির্মাণ করেছেন খোকন কর্মকার। মানিকগঞ্জের জমিদার বাড়িতে ভিডিওর দৃশ্য ধারণ হয়েছে। গানটির প্রকাশনা উৎসবে দেশের নামী গীতিকার, সুরকার ও সংগীতশিল্পীরা উপস্থিত ছিলেন। নতুন এ গান নিয়ে জয় বলেন, ‘প্রকাশের পর থেকে অল্প সময়েই গানটির জন্য বেশ ভাল সাড়া পাচ্ছি। গানের সুন্দর কথাগুলো আমাকে টেনেছিল। রাজেশ ভাইয়ের সুর ও সঙ্গীতে চমৎকার একটি গান হয়েছে। বিশেষ করে এটি সরল কথার গান। এছাড়া গানের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে ভিডিও। পুরো টিম চেষ্টা করেছি একটা ভালো গান উপহার দিতে। আশা রাখি দর্শক-শ্রোতাদের ভাল লাগবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়

১৮ ডিসেম্বর, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ