Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব পরমাণু সমঝোতায় ফিরলে যুদ্ধ অনিবার্য : ইসরাইলি মন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ১২:০২ এএম

বিশ্বের শক্তিধর দেশগুলো যদি ইরানের সাথে পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে ইরানের সাথে যুদ্ধ অনিবার্য হয়ে পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরাইলের গোয়েন্দা মন্ত্রী এলি কোহেন। ইসরাইলের গোয়েন্দা মন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের যুদ্ধবিমান ইরানে পৌঁছাতে পারে। যে কেউ স্বল্প মেয়াদি লাভের কথা চিন্তা করবে তাদের দীর্ঘ মেয়াদের কথাও মনে রাখতে হবে।’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যখন পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে প্রতিশ্রæতি দিচ্ছেন এবং এ জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা চলছে তখন ইসরাইলের মন্ত্রী এই হুমকি দিলেন। এলি কোহেন বলেন, ‘ইসরাইল কখনও ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেবে না। কোথাও ইরানকে ছাড় দেয়া হবে না। আমাদের যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের সব জায়গায় পৌঁছাতে এবং অবশ্যই তা ইরানেও পৌঁছাতে পারে।’ চলতি সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে জ্যেষ্ঠ পর্যায়ের প্রতিনিধিদল পাঠায় ইসরাইল। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তায় ইরানের হুমকিম‚লক আচরণ নিয়ে ইসরাইলের সাথে আলোচনা হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। ইরানের সাথে যে চুক্তিই হোক না কেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের সাথে আলোচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদ‚ত গিলাড এরডান। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ