মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে আজ রবিবার (২ মে) মোট পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যে আসামে এনআরসি-কাণ্ডের পরও আসামে আবারও ক্ষমতা দখলের পথে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। ইতিমধ্যে পাওয়া সর্বশেষ তথ্যমতে, রাজ্যটির মোট ১২৬টি আসনের মধ্যে ৮৪টিতে এগিয়ে রয়েছে বিজেপি। এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।
সেখানে উল্লেখ করা হয়েছে, আসামে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে মোট ৬৪টি আসনে জয় পেতে হবে। তবে ইতিমধ্যে ৮৪টিতে এগিয়ে থেকে জয় একপ্রকার নিশ্চিত করে ফেলেছে বিজেপি।
রাজ্যটিতে ৪১টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। এ ছাড়া অন্যান্যরা ১টি আসনে এগিয়ে রয়েছে। তবে চূড়ান্ত ফলাফল পেতে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
অন্যদিকে, দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরেলায় বিজেপির কোনো আধিক্য নেই। এর মধ্যে কেরালায় জয়ের পথে বামপন্থী এলডিএফ। তারা সর্বোচ্চ ৮৫টি আসনে এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস এগিয়ে আছে ৫০টিতে। আর বিজেপি এগিয়ে আছে মাত্র ৪টি আসনে। রাজ্যটিতে মোট আসন ১৪০টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন ৭১টি আসন।
তামিলনাড়ুতে স্থানীয় দল ডিএমকে সর্বোচ্চ ১৩৭টি আসনে এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এডিএমকে এগিয়ে আছে ৯৫টি আসনে। রাজ্যটিতে মোট আসন ২৩৪টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন ১১৮টি আসন।
গত ৪০ বছরের রেকর্ড ভেঙে কেরালায় টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে ক্ষমতাসীন বামজোট। ১৪০ আসনের মধ্যে তারা এগিয়ে ৭৯টি আসনে। জয়ের জন্য দরকার ৭১টি আসন। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস ৫৬ আসনে এগিয়ে আছে।
তামিলনাড়ুতে এগিয়ে আছে ডিএমকে-কংগ্রেস জোট। তারা ৯৫টি আসনে এগিয়ে আছে। জয়ের জন্য দরকার ২৩৪ আসনের মধ্যে ১১৮টি। বিজেপি জোট এগিয়ে আছে ৭৯টি আসনে। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।