বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এই অগ্নিকা-ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের সওদাগর মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। খরর পেয়ে আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এর আগেই আগুনে ৬টি দোকান পুড়ে গেছে।
তিনি আরও জানান, এ আগুনে ২টি মুদি মালের গুদাম , ১টি কম্পিউটার দোকান, ১টি ঔষুধ দোকান, একটি কোল্ড কর্নার দোকান ও ১টি ফুলের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।