Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ভাইকে গলা কেটে শাশুড়িকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০২১, ১২:০২ এএম

করোনায় কঠোর লকডাউন আর পবিত্র মাহে রমজানেও থামছে না খুনোখুনি। নগরীতে ভাইয়ের হাতে ভাই এবং জেলার রাঙ্গুনিয়ায় জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে নগরীতে গলা কেটে এক ব্যক্তিকে হত্যা করা হয়। পাহাড়তলী থানার আবদুল মনাফের বাড়িতে খুনের শিকার মোহাম্মদ কাউসার (৪৭) ওই এলাকার মৃত জমির আহমেদের দ্বিতীয় স্ত্রীর ছেলে।
পুলিশ বলছে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার সৎ ভাই মোহাম্মদ সাজ্জাদ ও মোহাম্মদ সৈকতের সাথে ওই দিন সকালে তার ঝগড়া হয়। এর জেরে রাতে সাজ্জাদ তার ভাইকে গলায় ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত বারোটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন কাউসারকে।
এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন সাজ্জাদের ঘর ভাঙচুর করে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। থানায় মামলা হয়েছে।
এদিকে রাঙ্গুনিয়ায় মেয়ের জামাই মো. জাকের হোসেনের (৩০) দায়ের কোপে শাশুড়ি আছমা খাতুন (৫০) নিহত হয়েছেন। এতে জাকেরের স্ত্রী রিপা আক্তারও (২৪) আহত হয়েছেন। আহত রিপা আক্তারকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পদুয়া ইউনিয়নের সুখবিলাস পূর্বপাড়া গ্রামে এই খুনের ঘটনা ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি বলেন পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে। খুনের পর থেকে পালিয়ে আছেন জাকের। তাকে ধরতে অভিযান চলছে।
স্থানীয়রা জানায়, পদুয়া ইউনিয়নের সুখবিলাস পূর্বপাড়া গ্রামে আবদুল খালেকের ছেলে জাকের হোসেন পারিবারিকভাবে বিয়ে করেন আপন চাচাত বোন রিপা আক্তারকে। কয়েকবছর সংসার করার পর বছর দুয়েক আগে তিনি কাতার চলে যান। যাওয়ার আগে তিনি আরও একটি বিয়ে করে যান। কিছুদিন আগে দেশে ফেরার পর তার বিয়ের কথা জানাজানি হলে স্ত্রীর সাথে প্রায় ঝগড়া হয়। এ বিষয়ে বাড়ির উঠানে শালিসী বৈঠক চলাকালে কাটাকাটির এক পর্যায়ে ধারালো দা এনে শাশুড়ি ও স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যান জাকের। হাসপাতালে নেওয়ার পর গতকাল ভোরে শাশুড়ির মৃত্যু হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ