Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনা নিয়ে রাজনীতি করে বিশ্বে নিন্দিত মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ৩:৩২ পিএম

ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য আরও এক বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই কাঠগড়ায় তুলল আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ভারতে এখন রোজ গড়ে সাড়ে তিন লাখের উপরে সংক্রমণ এবং মৃত্যু তিন হাজারেরও বেশি। বুধবার ফরাসি সংবাদপত্র ‘ল্য মঁদ’-এর সম্পাদকীয় প্রতিবেদনে এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীকেই সরাসরি দায়ী করা হয়েছে। বলা হয়েছে, এই পরিস্থিতির জন্য ‘করোনাভাইরাসের অপ্রত্যাশিত ভোলবদলের’ পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির ‘ঔদ্ধত্য, অপরিণামদর্শিতা, এবং জনপ্রিয়তা আদায়ের চেষ্টা’কেই দায়ী করা হয়েছে।

ফেব্রুয়ারি মাসের গোড়াতেও যখন দেশে সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, তখন বিভিন্ন দেশে করোনা প্রতিষেধক পাঠিয়েছে ভারত। সেই টিকা-কূটনীতিকে বিঁধে ফরাসি সংবাদপত্রে বলা হয়েছে, ‘তখন বিশ্বের ওষুধ ভাণ্ডার হিসেবে নিজেকে তুলে ধরেছিল ভারত। ভাবখানা ছিল এই রকম যে, নিজেদের জন্য পর্যাপ্ত টিকা রেখেই লাখ লাখ টিকা তারা বিদেশে সরবরাহ করছে। মাত্র তিন মাসের মধ্যে তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’ ওই সংবাদপত্রের মতে, এর দায় শুধু ভাইরাস বা ভ্যারিয়েন্টের উপরে চাপানো যায় না। নরেন্দ্র মোদির দূরদর্শিতার অভাব, নিজের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলার উদগ্র বাসনা আর ঔদ্ধত্যই ভারতকে এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। অবস্থা এখন নিয়ন্ত্রণের বাইরে। বিদেশি সাহায্যের প্রয়োজন পড়ছে।

মোদির পাশাপাশি কাঠগড়ায় উঠেছে কেন্দ্রের বিজেপি সরকারও। গত বছর দেশ জুড়ে লকডাউনের সিদ্ধান্তের প্রেক্ষিতে ওই সংবাদপত্রে বলা হয়েছে, ‘সংক্রমণ রুখতে ২০২০ সালে নৃশংস ভাবে দেশকে বন্দি করে, লাখ লাখ পরিযায়ী শ্রমিকদের উপেক্ষা করে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী। এ বছরের গোড়াতে সেই সুরক্ষা বেড়ি তিনি নিজেই ভেঙে ফেললেন।’ আরও অভিযোগ, এ বছর একাধিক রাজ্যে ভোটের আবহে স্বাস্থ্য উপদেষ্টা ও বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী মোদি। মানুষকে রক্ষা করার থেকেও নিজের ভাবমূর্তি গড়ায় বেশি ব্যস্ত ছিলেন। স্বাস্থ্যবিধি উড়িয়ে একের পর এক জনসভা করেছেন তিনি। কুম্ভের মতো জনসমাবেশের অনুমতি দিয়ে সংক্রমণের পথ প্রশস্ত করেছেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছিল, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতকে চরম সর্বনাশের দিকে ঠেলে দিয়েছেন নরেন্দ্র মোদি। তারও আগে মূল লেখাটি প্রকাশিত হয়েছিল ‘দ্য সানডে টাইমস’-এ। তবে ভ্যাকসিন কুটনীতির ‘সাফল্য’ নিয়ে প্রচারে থাকা মোদি সরকার আন্তর্জাতিক স্তরে এমন সমালোচনার মুখে পড়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার সংবাদপত্রের সম্পাদককে চিঠি লিখে ভারতীয় হাইকমিশন জানায়, মহামারির বিরুদ্ধে ভারতের লড়াইকে খাটো করতেই কুৎসামূলক সংবাদ প্রকাশিত হয়েছে। সূত্র: এবিপি।



 

Show all comments
  • MD Akkas ৩০ এপ্রিল, ২০২১, ৬:০২ পিএম says : 0
    মুসলমানদের সাথে যে আচরণ হয়েছে তা মানব ইতিহাসে নজির বিহীন। জোরকরে জয়শ্রীরাম বলানো হয়েছে।গরুর গোস্তো বহনকারীকে পিটিয়ে মেরেফেলা হয়েছে।আল্লাহ তায়ালা ছাড়দেন ছেড়েদেন না।
    Total Reply(0) Reply
  • Tayedul Islam ৩০ এপ্রিল, ২০২১, ৬:০২ পিএম says : 0
    যারা বলেছিল গোমূত্র পান করলে করোনা সেরে যাবে তারা এখন কোথায় সাথে একটু যোগাযোগ করে নিন সুস্থ হয়ে যাবে।
    Total Reply(0) Reply
  • Firoz Ahmed ৩০ এপ্রিল, ২০২১, ৬:০৩ পিএম says : 0
    মোদী দাদা ও ভারতের নির্বাচন কমিশন যা শুরু করেছে;তাতে এটাই প্রতীয়মান হয়েছে,মানুষের জীবনের চেয়ে ক্ষমতায় বসা ও ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করা জরুরি।
    Total Reply(0) Reply
  • তানিম আশরাফ ৩০ এপ্রিল, ২০২১, ৬:০৩ পিএম says : 0
    একজন চাওয়ালাকে দিয়ে কি দেশ চলে??? গুরু দিয়ে হালচাষ হয়, দেশ াপরিচালনা তো হয় না
    Total Reply(0) Reply
  • Dedar Alom ৩০ এপ্রিল, ২০২১, ৬:০৩ পিএম says : 0
    সবচেয়ে খারাপ দেশ পরিচালনা করেছে এই মোদি-ট্রাম্পের পরেই মোদির স্থান হাজার হাজার মুসলিম নিধন করেছেন এই মোদি আল্লাহর বিচার ওকে দেখিয়ে দেবে
    Total Reply(0) Reply
  • Jasim Vhai ৩০ এপ্রিল, ২০২১, ৬:০৪ পিএম says : 0
    কাশ্মীরের নিরীহ মুসলমানদের হত্যা করে হিরো হতে চেয়েছিল মোদী সরকার। তাই তার উত্তম প্রতিদান সে ভোগ করছে ।
    Total Reply(0) Reply
  • Md. Rakib Kamal ৩০ এপ্রিল, ২০২১, ৬:০৪ পিএম says : 0
    মোদী যেই খানে পা রাখবে সেই খানে আল্লাহ গজব নেমে আসবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ