Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদদলিত হয়ে ইসরাইলে ৪৪ ইহুদি নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ৯:০৪ এএম | আপডেট : ৯:০৭ এএম, ৩০ এপ্রিল, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে ইসরাইলে ইহুদিদের একটি অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ৪৪ জন মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে নিয়ে যেতে কয়েক ডজন অ্যাম্বুলেন্স ও ছয়টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, ঘটনাস্থলে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে।


ইসরাইলের জরুরি পরিষেবামূলক সংগঠন ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, শুক্রবার রাত বিষয়ক ওই অনুষ্ঠানে অন্তত ৪৪ জন মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা বলা যাবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে 'মারাত্মক বিপর্যয়' হিসেবে অভিহিত করেন।

প্রধানত উগ্র অর্থোডক্স ইহুদিরা মেরনে লাগ বাওমর ভোজসভা উপলক্ষে হাজার হাজার ইহুদি সমবেত হয়েছিল সেখানে। এখানে দ্বিতীয় শতকের তালমুদিক সন্ন্যাসী রাব্বি শিমন বার ইয়োচাইয়ের সমাধি রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক লোক একটি সংকীর্ণ পথ দিয়ে ছুটে চলার চেষ্টা করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সমাধিস্থলে ১০ হাজার লোককে সমবেত হওয়ার অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু আয়োজকরা সারা দেশ থেকে ৬৫০টি ভাড়া করা বাসে করে লোকজন নিয়ে আসে। ফলে সেখানে জমায়েত হয়েছিল ৩০ হাজার লোক।

অনুষ্ঠানস্থলে প্রায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশটিতে এটিই ছিল সবচেয়ে বড় জমায়েত। সূত্র : আল জাজিরা



 

Show all comments
  • Kader sheikh ৩০ এপ্রিল, ২০২১, ১১:০৫ এএম says : 0
    সমগ্র পৃথিবীতে আল্লাহর গজব শুরু হয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করোন।
    Total Reply(1) Reply
    • Ahmed noor ৩০ এপ্রিল, ২০২১, ৬:১৩ পিএম says : 0
      I agree.
  • Habib ৩০ এপ্রিল, ২০২১, ১১:০৬ এএম says : 0
    Yes in this way........curse for them forever.
    Total Reply(0) Reply
  • Ijak miltan ৩০ এপ্রিল, ২০২১, ১১:০৭ এএম says : 0
    বাঁচতে গিয়ে মরতে হলো।
    Total Reply(0) Reply
  • কুদ্দুস তালুকদার ৩০ এপ্রিল, ২০২১, ১১:২৬ এএম says : 0
    করোনা ভাইরাস মহামারির মধ্যে এত বড় জমায়েত করা ঠিত হয়নি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ