Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ৯:১০ পিএম

রাজশাহীর তানোরে প্রকাশ (১৯) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে তানোর থানা পুলিশ উপজেলার বংশিধরপুর এলাকার একটি রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে। তার বাড়ি তানোর উপজেলার কলমা ইউনিয়নের চোরখোর এনায়েতপুর গ্রামের নির্মলের ছেলে। সে রাজশাহী মহানগরীর একটি হোটেলে বয় এর কাজ করতো।
স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ২৮ এপ্রিল রাতে প্রকাশ নিজ এলাকার পরিচিত লোকদের সাথে বোর্ড খেলেন। তারপর থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা লাশ দেখতে পায়। এরপর তারা পরিবারকে জানায় ও পরে পরিবারের লোকজন তানোর থানা পুলিশকে বিষয়টি জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে থানায় নিয়ে যায়। তানোর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ