Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত থেকে নাগরিকদের দ্রুত দেশে ফিরতে বলেছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

ভারতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রæত দেশে ফিরতে বলেছে যুক্তরাষ্ট্র। সা¤প্রতিক সময়ে ভারতের করোনা পরিস্থিতি যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছে তা নিয়ে মার্কিন প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। যতই দিন যাচ্ছে ভারতের করোনা পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। প্রায় প্রতিদিনই দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু ও শনাক্তের অতীতের সব রেকর্ড ভেঙেছে। একদিনে নতুন করে মারা গেছেন তিন হাজার ৬৪৫ জন। আক্রান্ত হয়েছে তিন লাখ ৭৯ হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় সরকার প্রচারিত স্বাস্থ্য বুলেটিনের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪ হাজার ৭৩২ জনে। ভারত ভ্রমণের ক্ষেত্রে ৪ মাত্রার সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। এই মুহ‚র্তে ভারতে সফর না করা এবং ভারত থেকে যত দ্রুত সম্ভব নিরাপদে দেশে ফেরার পরামর্শ দেয়া হয়েছে। পররাষ্ট্র দফতর জানিয়েছে, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদিন সরাসরি ১৪টি ফ্লাইট চলাচল করছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন হাসপাতালে ওষুধ, অক্সিজেন এবং বেডের সঙ্কট চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দ্রæত সে দেশ থেকে নিজের দেশে ফেরা উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র। সিএনএন, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ