Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানসুরের সাথে সরকার গঠনে সম্মত : ইসরাইলের ইয়ামিনা দলের প্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

ইসরাইলে চলমান রাজনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে দেশটিতে জোট সরকার গঠনে সম্মত হয়েছেন ইয়ামিনা দলের প্রধান নাফতালি বেনেট ও ইসরাইলি আরব দল ইউনাইটেড আরব লিস্টের নেতা মানসুর আব্বাস। বুধবার দুই নেতার মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর তারা জোট সরকার গঠনে একমত হন বলে ইসরাইলি সংবাদমাধ্যমে জানানো হয়। এর আগে এই বছর ২৩ মার্চ ধারাবাহিক রাজনৈতিক অচলাবস্থার জেরে ইসরাইলে দুই বছরের মধ্যে চতুর্থ দফায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ওই নির্বাচনেও কোনো রাজনৈতিক দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনী প্রচারণাকালে দীর্ঘ সময়ের ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক সহযোগী নাফতালি বেনেট ইউনাইটেড আরব লিস্টের প্রধান মানসুর আব্বাসের সাথে জোট সরকার গঠনে অস্বীকৃতি জানান। কিন্তু বুধবার বৈঠকের পর বেনেটের এক সহযোগী জানিয়েছেন, আব্বাসের সাথে কোনো জোট সরকার গঠনের প্রচেষ্টায় ইয়ামিনা আর বাধা দেবে না। আব্বাসের আমন্ত্রণে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আরব সংখ্যালঘুদের নাগরিকতা সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বেনেট-আব্বাসের আলোচনার প্রতিক্রিয়ায় ইসরাইলি রিলিজিয়াস জায়নিস্ট পার্টি জানিয়েছে, ‘সন্ত্রাস ও শিশু হত্যায় সমর্থন দেয়া এক দলের সহায়তায় বামপন্থী সরকার গঠনে উপাদান যোগানোর মাধ্যমে বেনেট এক বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিয়েছেন।’ সামনের দিনগুলোতে বেনেট ও আব্বাসের মধ্যে আরো বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। ইসরাইলি আরবদের ইসলামপন্থী সংগঠন ইসলামিক মুভমেন্টের রাজনৈতিক শাখা ইউনাইটেড আরব লিস্ট বা হিব্রুতে রাম নামে পরিচিত দলটি ১৯৯৬ সালে গঠিত হয়। ওই সময় থেকে নিয়মিতই দলটি ইসরাইলি নেসেটে আসন পেয়ে আসছে। ২০২০ সালে দলটি আরব রাজনৈতিক দলগুলোর সংযুক্ত জোট জয়েন্ট লিস্টের সাথে থাকলেও এই বছর নির্বাচনে জোট থেকে বেরিয়ে আলাদাভাবে নির্বাচন করে দলটি। এদিকে সরকার গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নিতে পারেননি বেনিয়ামিন নেতানিয়াহু। গত ৬ এপ্রিল তাকে ইসরাইলে নতুন সরকার গঠনের জন্য ২৮ দিনের মেয়াদে মনোনয়ন দেন দেশটির প্রেসিডেন্ট রিওভেন রিভলিন। এদিকে ইসরাইলের নিউ হোপ দলীয় এক নেসেট সদস্য দেশটির সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টকে জানায়, নেতানিয়াহুর সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই। এরই মধ্যে নতুন করে আবার নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার শুনানি শুরু হয়েছে। ২০১৯ সালে গঠিত নেতানিয়াহুর বিরুদ্ধে করা দুর্নীতির এই মামলার অভিযোগে বলা হয়, সম্পদশালী বন্ধুদের কাছ থেকে উপহার ও মিডিয়া টাইকুনদের কাছে প্রশংসামূলক কভারেজের বিনিময়ে তিনি তাদের অনৈতিক সুবিধা দিয়েছেন। জেরুসালেম পোস্ট।

 

 



 

Show all comments
  • হাদী উজ্জামান ৩০ এপ্রিল, ২০২১, ১:১৬ এএম says : 0
    Good News. Go ahead Mansur.
    Total Reply(0) Reply
  • Engr Rashed Hasan ৩০ এপ্রিল, ২০২১, ১:১৯ এএম says : 0
    Congratulations of RAAM
    Total Reply(0) Reply
  • Sabbir Ahmad ৩০ এপ্রিল, ২০২১, ১:১৯ এএম says : 0
    এটা মূলত ইজরাইলিদের একটা চাল যাতে এরা ভিতর থেকে ইসলামে আঘাত করতে পারে
    Total Reply(0) Reply
  • Hasan Uddin ৩০ এপ্রিল, ২০২১, ১:২০ এএম says : 0
    ইসরাইলের ১৫% মানুষ মুসলিম... কিন্তু কোনো লাভ হবে না ... এরা স্বাধীন ফিলিস্তিনের পক্ষে নয়...
    Total Reply(0) Reply
  • Mamun Ahmed Ullah ৩০ এপ্রিল, ২০২১, ১:২০ এএম says : 0
    মুসলিমদের ভেতরে থাকা মুসলিম নামধারী কিছু মোনাফেকের কারণেই ইসলাম বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইসলামের প্রথম যুগে ও মুনাফিকদের কারণে ইসলামের অনেক ক্ষতি হয়েছে! এজন্যই আল্লাহপাক কোরআনে ঘোষণা করেছেন মোনাফেকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে।
    Total Reply(0) Reply
  • তৌহিদুজ জামান ৩০ এপ্রিল, ২০২১, ৯:২২ এএম says : 0
    কিন্তু তারা ফিলিস্তিনিদের জন্য কিছু করতে পারবে বলে মনে হয় না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ