Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের বিপক্ষে গোলে পুলিসিচের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ৭:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ান পুলিসিচ।

পেনসিলভানিয়ায় জন্ম ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের গোলে ১৪তম মিনিটে এগিয়ে যায় চেলসি। তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ব্লুজরা। ঘরের মাঠ এস্তাদিও আলফ্রেডো ডি স্তেফানোতে শেষ চারের প্রথম লেগে ২৯তম মিনিটে করিম বেনজেমার গোলে সমতায় ফেরে রিয়াল। দুই দলের ফিরতি লেগ হবে আগামী বুধবার, স্টামফোর্ড ব্রিজে।

এই টুর্নামেন্টে পুলিসিচের আগে তার কোনো স্বদেশী এই ইতিহাস রচনা করতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে প্রথম আমেরিকার হিসেবে গোলের দেখা পেলেন তিনি। অবশ্য পুলিসিচের আগে আরও তিন মার্কিন ফুটবলার নকআউটে গোল পেয়েছেন। সেই তিন তারকা হলেন- দামার্কাস বিয়েসলি, জার্মেইন জোন্স ও টেইলর অ্যাডামস।

তাদের মধ্যে বর্তমানে পেশাদারি ফুটবল খেলছেন কেবল টেইলর অ্যাডামস। আরবি লাইপজিগের ২২ বছর বয়সী এই মিডফিল্ডার ২০১৯/২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

রিয়ালের বিপক্ষে গোলে আরও একটি মাইলফলকে পা রেখেছেন পুলিসিচ। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে আমেরিকানদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। বিয়েসলির রেকর্ড ভেঙে এই প্রতিযোগিতায় পঞ্চম গোলের দেখা পেলেন পুলিসিচ। এ ছাড়া, আমেরিকায় জন্ম প্রথম খেলোয়াড় হিসেবে রিয়ালের বিপক্ষে প্রতিযোগিতামূলক গোলটিও এই চেলসি মিডফিল্ডারের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ