Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিরাইয়ে বজ্রপাতে দুই ভাইসহ হতাহত ৫

দিরাই উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০৫ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে বুধবার সকালের বজ্রপাতে একই পরিবারের ২ ভাইসহ ৫ জন হতাহতের খবর পাওয়া গেছে। নিহতরা হলেন ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মুনাফের ছেলে ফখরুল ইসলাম (৪৭) ও ফজলু মিয়া (৪৫)। জানা যায়, ২৮ এপ্রিল বুধবার সকালে মধুরাপুর গ্রামের তলেরবন হাওরে কৃষি জমিতে কাজ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন ফখরুল (৪৭) ও ফজলু (৪৫)। এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন। তারা হলেন সাজনুর, হাবিব হোসেন ও লাদেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, বুধবার সকালে বজ্রপাতে দুই জন নিহত হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ