মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ এবং ভূমির অবক্ষয় সহনীয় পর্যায়ে রাখতে দেশজুড়ে এক হাজার কোটি গাছ লাগানোর বিশাল এক পরিকল্পনা হাতে নিয়েছে মরুর দেশ সউদী আরব। এরই ধারাবাহিকতায় দেশটির ১৬৫ স্থানে এক কোটি গাছ লাগানোর অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়েছে। গত বছরের অক্টোবরে সউদী পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় ও দেশটির জাতীয় সবুজায়ন কেন্দ্রের উদ্যোগে সউদী আরবে এই সবুজায়ন অভিযান কর্মসূচি শুরু হয়।
‘লেটস মেক ইট গ্রিন’ (চলুন সবুজায়ন করি) শীর্ষক এই গাছ লাগানোর অভিযান দেশটির ১৩টি প্রদেশেই সম্পন্ন হয়েছে। ২৬ লাখ গাছ লাগিয়ে কর্মসূচিতে শীর্ষ স্থান করে নিয়েছে সউদী আরবের আল-শারকিয়া প্রদেশ।
অভিযানে মদীনায় ২১ লাখ গাছ, মক্কায় ১৩ লাখ, জাজান ও রিয়াদে ১০ লাখ, কাসিম প্রদেশে চার লাখ ৬২ হাজার আর আসির প্রদেশে দুই লাখ ৭০ হাজার গাছ লাগানো হয়েছে।
এছাড়া বাহা প্রদেশে তিন লাখ, উত্তর সীমান্ত প্রদেশে এক লাখ ৪২ হাজার, জোউফে এক লাখ ১৩ হাজার, হাইলে ৮৫ হাজার, তাবুকে ৭৫ হাজার আর নাজরানে ৫২ হাজার গাছ লাগানো হয়।
সউদী আরবের জাতীয় সবুজায়ন কেন্দ্রর প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ আল আবদুল কাদের বলেন, এই গাছ লাগানোর অভিযানে ওই সব এলাকায় গাছ লাগানো হয়েছে, যে সব এলাকায় পশুচারণ, গাছ কাটা, গাছ উপড়ানো ও শহরায়নের কারণে গাছপালা কম এবং পরিবেশগত বিপর্যয় হয়েছে।
তিনি আরো বলেন, এ গাছ লাগানোর অভিযানে সউদী আরবের দেশীয় প্রজাতির গাছগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে। যাতে করে এ গাছগুলো সউদী আবহাওয়ায় মানিয়ে নিতে পারে এবং কম সেচের প্রয়োজন হয়। সূত্র: আরব নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।