মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। এরই মধ্যে দেশটিতে এ মহামারিতে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে মারা গেছেন তিন হাজার ২৮৫ জন। দেশটির গণমাধ্যম এ সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করছে।
এ নিয়ে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক তিন লাখ ৬২ হাজার ৯০২ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন দুই লাখ এক হাজার ১৬৫ জন।
সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে। এখানে নেই পর্যাপ্ত আইসিইউ— এমনকি কোনো বেডও খালি পাওয়া যাচ্ছে না।
ভারতীয় গণমাধ্যম জিনিউজ বলছে, সেই কবে সিপাহি বিদ্রোহের পর উর্দু ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি মির্জা আসাদুল্লা খান গালিব তার দিনলিপিতে দিল্লি নগরীকে 'মৃত্যুর শহর' বলে উল্লেখ করেছিলেন। কবি মির্জা গালিবের দেখা সেই দিল্লিই যেন আবার ফিরেছে। দিল্লি যেন মৃত্যুপুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।