Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পুকুরে শিশুর খণ্ডিত লাশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ৮:৫৮ পিএম

নগরীর বায়েজিদ বোস্তামির মাজারের পুকুর থেকে শিশুর মাথার খুলিসহ শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল চারটার দিকে মাজারের পুকুরে প্রথমে মাথার খুলি এবং সন্ধ্যার দিকে পুকুরের একপাশে খণ্ডিত দু’টি পাসহ শরীরের নিম্নাংশের হাড়গোড় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মাজারে আসা দর্শনার্থীরা বিকেলে পুকুরে মাথার খুলি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। সন্ধ্যার ছয়টার দিকে কচ্ছপ প্রজনন কেন্দ্রের লোকজন দুই পাসহ শরীরের কঙ্কালসার নিম্নাংশ ভাসতে দেখেন। সেখানে কচ্ছপ পৃথকভাবে ভাসমান পাগুলো ধরে টানাটানি করছিল। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানিয়েছেন, উদ্ধার করা পা দু’টির মধ্যে একটিতে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত গোশত আছে। আরেকটিতে শুধু পায়ের পাতায় অংশ আছে। তবে সেখানে খোঁজাখুঁজি করেও পুরো শরীরের আর কোনো অংশ পাওয়া যায়নি।

পুলিশের ধারণা লাশটি আনুমানিক চার ফুট উচ্চতার কোনো শিশুর হতে পারে। শরীরের পুরো অংশ না পাওয়ায় ছেলে নাকি মেয়ে সেটা নিশ্চিত হওয়া যায়নি । পুকুরের বড় বড় কাছিম ও মাছ আছে। সেগুলো শরীর খেয়ে ফেলতে পারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ