মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছরের ৫ এপ্রিল প্রথমবার ভারতে দৈনিক করোনাভাইরাস সংক্রমণ এক লাখের গন্ডি ছাড়িয়েছিল। তারপর দুয়েকদিন বাদ দিলে ধারাবাহিকভাবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। সোমবার তা সাড়ে তিন লাখ ছাড়ানোর পর মঙ্গলবার কমেছে আক্রান্তের সংখ্যা। তা কমার অন্যতম কারণ মহারাষ্ট্রসহ কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণ কম হওয়া। গত বছরের মতো এ বছরের সংক্রমণের নিরিখে ভারতের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। গত কয়েক দিন ধরে ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৬০ হাজারের আশপাশে। মঙ্গলবার সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৭০০ জন। তবে উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশিই রয়েছে। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৫৫১ জন। উত্তরপ্রদেশ এখন করোনারাজ্য। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় লকডাউন জারি হয়েছে কর্নাটকেও। ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত ২৯ হাজার ৭৪৪ জন। কেরালায় মঙ্গলবার ২১ হাজার ৮৯০ জন আক্রান্ত হয়েছে করোনায়। রাজস্থান (১৬,৪৩৮), তামিলনাড়ু (১৫,৬৪৮), পশ্চিমবঙ্গ (১৫,৯৯২), ছত্তিশগড়ে (১৫,০৮৪) দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের বেশি। গুজরাট (১৪,৩৪০), মধ্যপ্রদেশ (১২,৬৮৬), হরিয়ানা (১১,৫০৪), বিহার (১১,৮০১) এবং তেলাঙ্গানায় (১০,১২২) সংক্রমণ পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ আকার ধারণ করেছে। ভারতের অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার আক্রান্ত হয়েছে সাড়ে ৯ হাজারের বেশি মানুষ। ওড়িশা (৬,৫৯৯), পাঞ্জাব (৬,২৭৬), ঝাড়খন্ড (৫,৫৪১), উত্তরাখন্ডেও (৫,০৫৮) গত কয়েক দিনে উল্লেখযোগ্য হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। গোয়া, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে সংক্রমিতের সংখ্যা ৩ হাজারের নিচে রয়েছে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।