Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নারী লিগ শুরু ৫ মে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বাংলাদেশে চলতি মাসে থেকে শুরু হওয়া লকডাউনে স্থগিত ফুটবলের সব খেলা। এর মাঝে কৃষ্ণা রানী সরকারসহ ৫ নারী ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শে থাকা বসুন্ধরা কিংসের আরো ৭ জনেরও করোনা পরীক্ষা করানো হয়েছিল। গতপরশু সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় হাফ ছেড়ে বাঁচলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা উইং। তারা ঈদের আগেই নারী লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের মহিলা উইংসের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ৫ মে থেকে নারী লিগের খেলা শুরু করবেন তারা। স্থগিত হওয়ার আগে এই লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছিল। লিগের গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসহ দু’টি দল দু’টি করে ম্যাচ শেষ করেছে। বাকিরা খেলেছে একটি করে ম্যাচ। আট দলের লিগে শীর্ষে আছে বসুন্ধরা কিংসই। দুই ম্যাচ তারা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ২৪ বার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ