Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারী লিগে জয়ের ধারায় বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২০, ৭:৫৯ পিএম

ট্রিকোটেক্স নারী ফুটবল লিগে জয়ের ধারায় রয়েছে বসুন্ধরা কিংস। একের পর এক ম্যাচে তারা গোলবন্যায় ভাসাচ্ছে প্রতিপক্ষকে।

লিগে টানা তিন ম্যাচে বিশাল জয়ের পর এবার চতুর্থ ম্যাচেও বড় জয়ই তুলে নিল দলটি। বৃহস্পতিবার বিকেলে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অধিনায়ক সাবিনা খাতুন ও ফরোয়ার্ড তহুরা খাতুনের হ্যাটট্রিকে বসুন্ধরা ১১-০ গোলে বিধ্বস্ত করে জামালপুর কাচারিপাড়া একাদশকে। বিজয়ী দলের হয়ে সাবিনা চার, তহুরা তিন, কৃষ্ণা রানী দুই এবং সানজিদা ও নার্গিস একটি করে গোল করেন।

বসুন্ধরা এর আগে লিগে নিজেদের প্রথম ম্যাচে ১২-০ গোলে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে, পরের ম্যাচে ১৩-০ গোলে স্পার্টন এমকে গ্ল্যাটিকো সিলেট এফসি’কে বিধ্বস্ত করার পর তৃতীয় ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমিকে হারায় ৯-০ ব্যবধানে। এবার তাদের সামনে দাঁড়াতে পারেনি জামালপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ