মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত যখন করোনাভাইরাসের দাপটে কাঁপছে তখন অনুষ্ঠিত হচ্ছে পশ্চিবঙ্গের বিধানসভার নির্বাচন।
এদিকে পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফার ভোটের দিন ২২ এপ্রিল বিক্ষিপ্ত সংঘর্ষ, গুলি, বোমাবাজির মতো ঘটনা ঘটেছিল। ভোটের দিন প্রার্থীকে ঘিরে বিরোধীদের অবস্থান নিয়েও হয়েছে উত্তেজনা।
সেই উত্তেজনার পারদের মধ্যেই সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের ৩৪টি আসনে সপ্তম দফার ভোট গ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সব ধরনের সহিংসতা এড়াতে নির্বাচন কমিশন জোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। ৩৪ আসনে কেন্দ্রীয় বাহিনীর ৭৯৬ কোম্পানি সদস্য মোতায়েন করেছে কমিশন। এর মধ্যে শুধু বুথের নিরাপত্তায় আছে ৬৫৩ কোম্পানি সেনা।
আনন্দবাজার, ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সোমবার আসানসোল-দুর্গাপুরে ১৫৪, দক্ষিণ দিনাজপুরে ১০৮, জঙ্গিপুরে ১০২, মুর্শিদাবাদে ১০২ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে।
কলকাতা দক্ষিণের চার আসনে মোতায়েন থাকছে ৬৩ কোম্পানি বাহিনী, আর মালদহ জেলায় আছে ১২২ কোম্পানি।
ষষ্ঠ দফার মতো সপ্তম দফার ভোটেও সাড়ে ছয় শর বেশি সেক্টর অফিস থাকছে। প্রতিটি সেক্টর অফিসে একজন এসআই বা কিংবা এএসআই পদমর্যাদার পুলিশ কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। সঙ্গে আছেন চারজন করে কনস্টেবল।
সপ্তম দফায় রাজ্যের ৩৬ কেন্দ্রে ভোট হওয়ার কথা থাকলেও প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট হবে ১৬ মে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।