Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার দিন ফেসবুক-টুইটারে নীরবতা!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

ম্যাচের দিন একাদশ, স্কোরলাইন বা একটু পরপর কোনো পোস্ট। প্রিমিয়ার লিগের ম্যাচ মানে ক্লাবগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম। ফেসবুক-টুইটারে এখন বেশ সক্রিয় সব ইংলিশ ক্লাবই। কিন্তু সামনের সপ্তাহে কোনো ব্যস্ততা থাকবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাবগুলোর। বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে চার দিনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বর্জনের ঘোষণা দিয়েছে প্রিমিয়ার লিগের সব ক্লাব। সামনের শুক্রবার থেকে শুরু করে এই বর্জন চলবে এর পরের সোমবার পর্যন্ত। বর্ণবাদী ঘটনা ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়েই যাচ্ছে। প্রতিটা ক্লাবের ম্যাচ শেষেই কোনো না কোনো ঘটনা ঘটে এমন। কোনো না কোনো খেলোয়াড়কে বর্ণবাদী গালী বা মন্তব্য শুনতে হয়। কয়েক দিন আগে সোয়ানসি এক সপ্তাহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বর্জনের ঘোষণা দিয়েছিল। বার্মিংহাম ও স্কটিশ ক্লাব রেঞ্জার্সও হেঁটেছে একই পথে। গত মার্চে প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন থিঁয়েরি অঁরিও।

কিন্তু এসবের পরেও বর্ণবাদ কমেনি। ম্যান ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড বা লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড, সাদিও মানে থেকে শুরু করে ম্যান সিটির রাহিম স্টার্লিংসহ সব অশ্বেতাঙ্গ খেলোয়াড়দের কমবেশি এই বর্ণবাদী মন্তব্য শুনতে হয়েছে। যার প্রেক্ষিতেই এবার এই সামাজিক মাধ্যম বয়কটের ঘোষণা এসেছে। শুধু প্রিমিয়ার লিগ নয়, মেয়েদের সুপার লিগ ও প্রথম ডিভিশন লিগও এই বয়কটের অন্তর্ভুক্ত।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ