Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২১, ৮:৩৮ পিএম

রাজশাহীতে ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা। পবিত্র মাহে রমজানের মধ্যে সূর্যের খরতাপ ও ভ্যাপসা গরম এবং মাঝে মাঝে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলার মানুষ।

এপ্রিল মাসের শুরু থেকেই রাজশাহীতে প্রচন্ড গরম পড়ছে। গরমে সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ খেটে ও দিনমজুররা। গরমের কারণে বেশি সময় ধরে তারা মাঠে থাকতে পারছেন না। প্রচন্ড রোদে একটু স্বস্তি পেতে মানুষজন ঠান্ডা পানি দিয়ে শরীর ভিজিয়ে নিচ্ছেন। যাতে এই গরমের মধ্যেও একটু সুস্থ থাকা যায়। এ কারণে নগরীর বিভিন্ন পয়েন্টে ঠান্ডা শরবত ও ভ্রাম্যমাণ অসংখ্য ডাবের দোকান বসেছে। কিন্ত রমজান মাস হওয়ার কারণে ঠাণ্ডা শরবত খেয়ে গলা ভিজিয়ে নিতে পারছেনা মানুষ। ইফতারের সময় ঠাণ্ডা পানীয় দিয়ে ইফতার করছেন তারা। রাজশাহীতে প্রতিদিনই তাপমাত্রার পরিমাণ বাড়ছে।

আজ রোববার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ সকালে বেশি ছিল। বৈশাখ পার হলেও রাজশাহীতে তেমন ঝড় ও বৃষ্টি হয়নি। একদিন হালকা বৃষ্টি নামায় আবহাওয়া কিছুটা শীতল হয়েছিল। গত কয়েক মাস ধরে বৃষ্টি না হওয়ায় আবহাওয়া উত্তপ্ত হয়ে পড়েছে। মেঘ দেখা দিলেও বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ায় গরম একটু বেশি লাগছে। গতকালের মত আজ রাজশাহীতে প্রচন্ড ভ্যাপসা গরম পড়ে। সেই সাথে দিন রাতে বেশ কয়েকবার বিদ্যুতের লোডশেডিং হয়। লোডশেডিং হওয়ায় আরো সমস্যার মধ্যে পড়েন নগরবাসী।

রিক্সা চালকের সাথে কথা হলে তারা বলেন, বেশি গরমের মধ্যে রাস্তায় বেশি সময় থাকতে কষ্ট হয়। তারপরও পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে কষ্ট হলেও রিক্সা চালাতে হয়। এক দিনমজুরের সাথে কথা হলে তিনি বলেন, গত কয়েকদিনের থেকে দু’দিন ধরে গরম একটু বেশি পড়ছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রোববার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০ এপ্রিল রাজশাহী মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা উঠে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ