বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর ওয়াসা মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনের ফুটপাতে হঠাৎ নবজাতকের চিৎকার। থমকে দাঁড়ান এক পথচারী। দেখেন কাপড়ে মোড়ানো শিশুটি কাতরাচ্ছে। তখন মধ্যরাত। তিনি পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন। ফোন পেয়ে ছুটে আসে পুলিশ। মধ্যরাতে নবজাতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গেছে নবজাতক ভালো আছে।
পুলিশ জানায় শুক্রবার দিবাগত মধ্যরাতে কাতরাচ্ছিল সদ্যপ্রসূত এক নবজাতক। পরে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফোন পেয়ে ঘটনাস্থলে যান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর। উদ্ধার করে নবজাতককে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি। ওসি মো. আলমগীর বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে আমি সঙ্গে সঙ্গে নবজাতকটিকে উদ্ধার করতে যাই। এরপর সদ্যপ্রসূত ওই কন্যাসন্তানকে হাসপাতালে ভর্তি করে দেই। শিশুটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। কারা তাকে রেখে গেছেন সেটি জানতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।