মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের একটি হাসপাতালে আগুন লেগে ১৩ জন করোনা রোগী মারা গেছেন। মৃতরা সবাই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে রাজ্যের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভিরারের বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাত অর্থাৎ শুক্রবার ভোর ৩টার দিকে ওই হাসপাতালে আগুন লাগে। ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগুন লাগার সময় আইসিইউ’তে ১৭ জন করোনা রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাকবলিত বিজয় বল্লভ কোভিড কেয়ার হাসপাতালের চিকিৎসক ড. দিলীপ শাহ বার্তাসংস্থা এএনআই’কে জানিয়েছেন, শুক্রবার ভোররাত তিনটার দিকে হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। এতে ১৩ জন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও ২১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।