মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, প্রতিটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে। দেশটির হাসপাতালগুলোতে বেড খালি নেই, রয়েছে অক্সিজেনের অভাব। এমতাবস্থায় দিল্লির হাইকোর্ট হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে যা করা লাগে, সেটাই করার নির্দেশ দিয়েছেন। দিল্লি হাইকোর্ট কেন্দ্রকে বলেন, অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে আপনারা সব উপায় খুঁজে দেখছেন না। ভিক্ষা করুন, ধার করুন বা চুরি করুন। জরুরি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সরকার কেনও কোনও পদক্ষেপ নিচ্ছে না, এজন্যও কেন্দ্রীয় সরকারকে ভৎর্সনা করেন দিল্লি হাইকোর্ট। এসময় আদালত সতর্ক করে বলেন, হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। ছুটির দিনেই এক জরুরি শুনানিতে আদালত এসব মন্তব্য করেন। বেশ কয়েকটি হাসপাতাল পরিচালনা করা বালাজি মেডিকেল অ্যান্ড রিসার্চ সেন্টারের আবেদনের প্রেক্ষিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি ভিপিন সাঙ্গি এবং রেখা পাল্লি বেঞ্চ এদিন কেন্দ্রের সমালোচনা করে বলেন, আপনারা কি দেখতে পাচ্ছেন না দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে? আদালত বলেন, অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব পুরোপুরি কেন্দ্রীয় সরকারের। প্রয়োজনে স্টিল এবং পেট্রোলিয়ামসহ অন্য শিল্পে অক্সিজেন সরবরাহ বন্ধ করে তা মেডিকেল ব্যবহারের জন্য নিশ্চিত করতে হবে। কেন্দ্র কেন এমন ভয়াবহ পরিস্থিতিতেও ঘুমাচ্ছে? হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ শেষ হয়ে আসছে আর স্টিল প্লান্টগুলো ঠিকই চলছে। দ্য হিন্দু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।