মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মধ্য ইসরাইলের রামেল সিটিতে অবস্থিত ‘তুমের’ ক্ষেপণাস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরাইল ডেইলির এক প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। বিস্ফোরণ সম্পর্কে হারেজৎ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য নিয়মিত পরীক্ষার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানাটিতে মিসাইলে রকেট ইঞ্জিনের ব্যবহার ও উন্নয়ন নিয়ে গবেষণা চলছিল। প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি কর্তৃপক্ষ। রামেলের অধিবাসীরা পত্রিকাটিকে বলেছেন, তারা বিকশ শব্দের বিস্ফোরণ শুনেছেন এবং মাশরুমের মতো ধোঁয়ার আস্তরণ আকাশে উড়তে দেখেছেন। ইসরাইলি সাংবাদিক এডি কোহেন নিজের টুইটার পেজে বিস্ফোরণের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে জানিয়েছেন, মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটেছে। অপর এক খবরে বলা হয়, সিরিয়ায় বিমান হামলার প্রতিবাদে ইসরাইলের মধ্যাঞ্চল ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আসাদবাহিনী। তবে তেল আবিবের দাবি, সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে বিমান হামলা চালানো হয়েছে। তবে কারা আগে হামলা চালিয়েছে সে বিষয়টি পরিষ্কার নয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে দামেস্কসহ দুটি শহর লক্ষ্য করে প্রথমে বিমান হামলা চালায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। এ সময় নিজস্ব আকাশ প্রতিরক্ষার মাধ্যমে তা প্রতিহত করে সিরীয় সেনারা। এর কিছুক্ষণ পর ইসরাইলের মধ্যাঞ্চল ও জেরুজালেমের কাছে একের পর এক হামলা চালায় আসাদবাহিনী। এসব হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে কিছ্ইু জানা যায়নি। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরাইলের বিভিন্ন জায়গায় জরুরি সাইরেনের শব্দ শোনা যায়। আনাদোলু, আল-জাজিরা, হারেৎজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।