মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা কারণেই আলোচিত। এবার রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের বিষয় তুলে নতুনভাবে আলোচনার জন্ম দিলেন। ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে তার সম্পর্ক থাকাটা 'ভালো, খারাপ কিছু নয়।'
সম্প্রতি ফক্স নিউজকে দেয়া ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে একথা জানান ট্রাম্প। মানবাধিকার সংগঠনগুলো এ মাসেই উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের নেতৃত্বে দেশটি দুর্ভিক্ষের মুখোমুখি বলে সমালোচনা করলেও ট্রাম্প কিমের প্রশংসা করেন।
ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, আমি যখন প্রেসিডেন্ট হলাম তখন ওবামা বলেছিলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো উত্তর কোরিয়া, একটি যুদ্ধ হতে যাচ্ছে। কিন্তু কোনো যুদ্ধই হয়নি।
তিনি আরও বলেন, আমাকে চিঠি লেখে কিম। আমি ওকে পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে। এতে সমস্যা কী।
উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিমের বিরুদ্ধে নানা সময়েই স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠে থাকে। তাইতো কিমকে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য হইচই ফেলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।