বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তীব্র তাপদাহের পরে অবশেষে রাজশাহী মহানগরী ও আশেপাশের উপজেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকে রাজশাহী মহানগরী জুড়ে হালকা বৃষ্টি ও বাতাস শুরু হয়। হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি নেমে আসে নগর নগর জনজীবনে। এপ্রিল মাসের শুরু থেকেই রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় পড়েছে তীব্র তাপদাহ। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। নগরীর বাইরের উপজেলাগুলোতে বিদ্যুতের ভেলকিবাজিতে আরও অতিষ্ঠ হয়ে পড়ে মানুষ।
বুধবার বিকেল থেকে রাজশাহী মহানগর ও উপজেলার আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথেই মেঘ ভারি হয়। বিকেলে শুরু হয় বৃষ্টি ও হালকা বাতাস। তবে, রাজশাহীর বিভিন্ন উপজেলায় ইফতারের পর থেকে বৃষ্টি শুরু হয়। যদিও বিকেল থেকেই ঘন কালো মেঘে ঢাকা ছিল আকাশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।