মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার জেলার ডা. জাকির হুসেন হাসপাতালে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, হাসপাতালে একটি অক্সিজেন ট্যাঙ্কারে গ্যাস ভরার সময় লিক হয়ে যায়। এর ফলে টানা ৩০ মিনিট হাসপাতালে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এতে ২২ করোনা রোগীর মৃত্যু হয়। যারা মারা গেছেন তারা সবাই ভেন্টিলেশনে ছিলেন এবং তাদের টানা অক্সিজেন সরবরাহ জরুরি ছিল।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, হাসপাতালটিতে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। রোগীদের মধ্যে অন্তত ১৫০ জন রয়েছেন যারা অক্সিজেন বা ভেন্টিলেশনের ওপর নির্ভরশীল।
মহারাষ্ট্রের মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী রাজেন্দ্র সিঙ্গানে বলেছেন, ‘এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিক তথ্যে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট পেলে ঘটনায় দায়ী ব্যক্তিদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। সূত্র : এনটিডিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।