Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ৩:১৩ পিএম

মাদারীপুরে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর গ্রামের মামুন চৌকিদারের ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রী সাথী বেগম (২৭) নামে এক গৃহবধূ লাশ বুধবার ভোরে উদ্ধার করেছে পুলিশ।সাথীকে যৌতুকের জন্য হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বলে মৃতের স্বজনদের অভিযোগ ।

মৃতের ভাই আনোয়ার হোসেন বলেন, বুধবার ভোরে সাথী বেগমের স্বামী মামুন চৌকিদার তার শ্বশুর বাড়িতে ফোন করে খবর দেয় সাথীর আত্মহত্যা করেছে। দুই ছেলে ও এক মেয়ের মা এবং দক্ষিন বাঁশকান্দি গ্রামের আছুমদ্দিন কবিরাজের মেয়ে নিহত সাথী বেগমের কাছে স্বামী যৌতুকের টাকা জন্য প্রায় চাপ দিয়ে নির্যাতন করতো এবং যৌতুকের টাকা না পেয়েই সাথীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে তার অভিযোগ ।

শিবচরের ওসি তদন্ত আমির হোসেন সেরনিয়াবাত বলেন, সাথীকে হত্যা করে আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারনা। লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ব্যাাপারে মামলা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ