Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোর প্রেমের বলি দশম শ্রেণীর শিক্ষার্থী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ২:০৩ পিএম

মাত্র দশম শ্রেণীর শিক্ষার্থী সোহান, তাই পরিবারের পক্ষ থেকে বার বার বুঝানো হয় তোমার এখনো প্রেম বিয়ের বয়স হয়নি। কিন্তু কিশোর প্রেমের সম্পর্কে টানাপোড়েনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার সদরে এ ঘটনা ঘটে।

আত্মহনন করা ১৭ বছরের কিশোর সোহান রানা বুড়িচং উপজেলার ফজলুল রহমান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্কে টানাপোড়েন নিয়ে কিছুদিন ধরে হতাশায় ভুগছিল সোহান। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গেও তার কথা-কাটাকাটি হয়। এরপর নিজের ঘরে ঢুকে সিলিং ফ্যানে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেয়।

পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার এসআই নয়ন মিয়া জানান, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ