Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টটেনহ্যাম হটস্পারের দায়িত্বে ২৯ বছরের তরুণ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ৭:২২ পিএম

চোটের কারণে অচিরেই থেমে গিয়েছিল ফুটবল ক্যারিয়ার। সেই রায়েন মেসেনই আবারও ফুটবল জগতের চর্চার কেন্দ্রবিন্দুতে। ২৫ এপ্রিল ওয়েম্বলিতে লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে তার প্রিয় টটেনহ্যাম হটস্পারের কোচের ভূমিকায় দেখা যাবে ২৯ বছর বয়সী এই তরুণকেই।

হোসে মরিনহোকে কোচের ভূমিকা থেকে বরখাস্ত করার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মেসনকেই নতুন কোচের পদে নিযুক্ত করল স্পার্স। বহু দশক কোনও ট্রফির মুখ দেখেনি উত্তর লন্ডনের এই ক্লাব। লিগ কাপের জয়ের মধ্যে দিয়ে সেই খরা কাটানোর সুযোগ রয়েছে হ্যারি কেন, সন হিউং মিংদের। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচের ছাঁটাইতে কিছুটা ভ্রু কুঁচকেছিল ফুটবলমহল। তবে বেশি বিলম্ব না করে মেসনের হাতেই দায়িত্ব তুলে দিল স্পার্স।

এক অফিসিয়াল বিবৃতিতে স্পার্স জানায়, ‘মৌসুমের শেষ অবধি অস্থায়ী কোচের ভূমিকায় আমরা রায়েন মেসনের নাম ঘোষণা করছি। রায়েনের পাশাপাশি নাইজেল গিবস ও খ্রিস পাওয়েল অস্থায়ী সহকারী কোচের ভূমিকায় থাকবেন। মাইকেল ভর্মকে গোলকিপার কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এদের পাশাপাশি লেডলি কিং নিজের আগের ভূমিকাতেই থাকবেন।’

ক্লাব চেয়ারম্যান ড্যানিয়াল লেভি নিজের দল ও ফুটবলারদের নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, ‘প্রতিভাবান খেলোয়াড়ে ভর্তি এই দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমাদের সামনে কাপ জয়ের হাতছানির পাশাপাশি ছ'টি প্রিমিয়ার লিগ ম্যাচও খেলতে হবে। নিজেদের সব শক্তি দিয়ে আমরা মৌসুমের শেষটা ভালভাবে করতে আগ্রহী।’

চার বছর আগে মাথায় গুরুতর আঘাতে থেমে গিয়েছিল খেলোয়াড় হিসাবে ফুটবল জীবন। হেড কোচ হিসাবে নিজের প্রথম ম্যাচেই ইতিহাস তৈরির দোরগোড়ায় সেই মেসনই। তিনি তার প্রিয় দলকে ট্রফি এনে দিতে পারেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ