Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ৬:০৪ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ার দক্ষিণ কবুতরখালী গ্রামে স্থানীয় ওয়ার্ড যুবলীগ সভাপতি ও মৎস্য চাষী রফিকুল ইসলাম তালুকদার (৩৭) কে সোমবার সন্ধ্যার পর এলাকার আধিপত্য বিস্তারের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষরা। গুরুতর অবস্থায় স্বজনরা রাতে রফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। আহত রফিকুল ওই গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে। এ ঘটনায় রফিকুলের বড় ভাই শহীদ তালুকদার আজ মঙ্গলবার দুপুরে ৮জন এজাহার নামীয় ও ৪/৫জন অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।
থানা ও আহত সূত্রে জানা যায়, দক্ষিণ কবুতরখালী গ্রামের ওয়ার্ড যুবলীগ সভাপতি রফিক তালুকদারের সাথে একই গোষ্ঠীর দু:সম্পর্কের আত্মীয় আনসার তালুকদারের পুত্র রাসেল (২৪), নেছার তালুকদারের পুত্র সুমন (২৫) ও লোকমান তালুকদারের পুত্র রনির (৩৬) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি প্রতিপক্ষদের সাথে এলাকার আধিপত্য বিস্তার ও মাদক বিক্রিতে রফিক বাঁধা দেওয়ায় বিরোধ চরম আকার ধারণ করে। সোমবার ইফতারের সময় রফিক বাড়ি ফেরার সময় স্থানীয় দক্ষিণ সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শাহিনের দোকানের সামনে পূর্বে ওঁৎ পেতে থাকা রাসেল, রনি, সুমন রায়হান ও রাজিবসহ ১০/১২জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে এলোাতারি কুপিয়ে মারাত্মক জখম করে মৃত্যু ভেবে পালিয়ে যায়।
স্থানীয় গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো যুবলীগ নেতা রফিকুলের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, জড়িত হামলাকারীরা এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় হত্যা ও মাদকের মামলা রয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মসিুদ্দুজ্জামান মিলু মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যার চেষ্টা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ