প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা সচেতনতা নিয়ে নির্মিত বিজ্ঞাপনে কাজ করলেন ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ বিজ্ঞাপনটির নির্দেশনা দিয়েছেন মিয়াজী পাপন। সম্প্রতি বনানী, উত্তরা ও আশপাশের এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে।
এ বিজ্ঞাপনে কাজের প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘ফেরদৌস ভাইয়ের সঙ্গে একমঙ্গে বহুবার পারফর্ম করেছি। বিজ্ঞাপনে এই প্রথম। এতে দর্শক আমাদের নতুনরূপে খুঁজে পাবেন। মানুষজন যাতে বাসায় থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন- এ বিষয়টি বিজ্ঞাপনে উঠে এসেছে।’
ফেরদৌস বলেন, ‘করোনোর কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনাকে রুখতে পারে স্বাস্থ্য সচেতনতা। বিজ্ঞাপনের মাধ্যমে আমরা সে বার্তাই দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি, মানুষকে একটু হলেও সচেতন করবে বিজ্ঞাপনচিত্রটি।’
নতুন এ বিজ্ঞাপনটি ছাড়াও ফেরদৌস ও নুসরাত ফারিয়া সম্প্রতি রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘সেরা রাঁধুনী’র ঈদের বিশেষ একটি পর্বে অংশ নিয়েছেন। যেখানে তাদের কাজ হলো চেখে দেখা ও মন্তব্য করা। এটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।