Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩টি গোলাগুলির ঘটনায় ৬ জন নিহত যুক্তরাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টার মধ্যে তিনটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। রোববার এসব সহিংসতার সর্বশেষ ঘটনাটি ঘটেছে লুইসিয়ানায়। কেএসএলএ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। লুইসিয়ানার শ্রেভেপোর্ট শহরে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছে। হাসপাতালে ভর্তিদের প্রকৃত সংখ্যা বা তাদের অবস্থা কেমন তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। কেএসএলএ জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ওকসনার্স এলএসইউ হেলথ স্থানীয় অন্যান্য হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশের এক মুখপাত্র বলেন, ‘ সন্ধ্যায় রাস্তায় একটি যানজটের খবর আমরা পাই। ওই যানজটের সময় একাধিক গুলির শব্দ শোনা গেছে।’ স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় একজন মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্যরা একাধিকবার গুলিবিদ্ধ হয়েছেন। শ্রেভেপোর্টে ঘটনাস্থলে পুলিশের কয়েকটি ইউনিট মোতায়েন করা হয়েছে। রোববার টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গোলাগুলিতে তিনজন মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রশাসন এক সাবেক পুলিশ কর্মকর্তাকে খুঁজছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ