Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিত্রনায়ক ওয়াসিমের মৃত্যুতে নেটিজেনদের শোক

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ৮:৩১ এএম

বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের চিত্রনায়ক ওয়াসিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত সাড়ে ১২টায় রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।

জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন নেটিজেনরা।

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি তার ফেইসবুক পেইজে লিখেন, ‘আমার ছোটবেলার স্বপ্নের নায়ক ওয়াসিম ভাই, তাকে দেখার জন্য এফডিসির গেটের দারোয়ানের ....., থাক সে কথা, সুপারস্টার কাকে বলে, তাকে আমি দেখেছি আজ তার মৃত্যুর সংবাদ মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে, আর পারছি না.... আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করুন।’

ছবি শেয়ার করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর লিখেন, ‘ওয়াসিম ভাইকে আল্লাহ বেহেশত দান করুক, আমিন।’

দোয়া প্রার্থনা করে চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার লিখেন, ‘চিত্রনায়ক ওয়াসীম ভাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মহান আল্লাহ তাঁর বিদেহী আত্মার উপর শান্তি বর্ষণ করুন।’

শাহনাজ মিতু লিখেন, ‘কবরী ম্যামের মৃত্যুর খবরে সারাদিন স্বাভাবিক হতে পারি নাই। তার শোক ভুলতে না ভুলতেই আরেকটা মৃত্যুর খবর। আহারে জীবন!’

শ্রদ্ধা জানিয়ে স্বপন বড়ুয়া লিখেন, ‘সত্য ও ন্যায়ের সাহস যোগানো ও নূতন উদ্দীপনায় জীবন গড়ার প্রত্যয়ে আদর্শিক প্রিয় অভিনেতা, বিনম্র শ্রদ্ধায় বিদায় অভিবাদন।’

শাহেদুল ইসলাম লিখেন, ‘একে একে নিভে যাচ্ছে রূপালী পর্দার আলো! বাংলাদেশের চলচ্চিত্রে তার অবদান অনেক। একমাত্র অভিনেতা যার কোন ছবি ব্যবসায়ীভাবে সফলতা লাভ করে নি, এমনটা ছিল না। কিংবদন্তির একজন তারকা। ভালোবাসা! শ্রদ্ধা ! ভালো থাকবেন ওপারে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ