Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগ ও জাসদের সংঘর্ষে আহত ৬

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার : | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

কুষ্টিয়ার মিরপুরে মশান বাজারের কাছে সাইফন ব্রিজ এলাকায় অটো ও এসকেএফ ওষুধ কোম্পানির গাড়ির সংঘর্ষ হয়। এ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে গতকাল জাসদ ও আওয়ামী লীগের দুটি গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া শেষে সংঘর্ষে ৬ আহতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
এলাকাবাসী জানান, তামাক বিক্রয়কে কেন্দ্র করে স্থানীয় ছাইদার চেয়ারম্যান ও মোমিন গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই মাঝে সকালে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুগ্রুপের ৬ জন আহত হয়। ঘটনার পর পরই সেখানে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাসদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ