পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আজ ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি পালন করবে বর্তমানে চার ধারায় বিভক্ত দলটির নেতাকর্মীরা। জাসদ (রব), জাসদ (ইনু), জাসদ (মালেক) ও জাসদ (আম্বিয়া) পৃথক পৃথক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ১৯৭২ সালের এই দিনে গঠিত হয়। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে দুর্নীতি, জুলুমবাজি ও নানা অনিয়মের অভিযোগের প্রতিবাদে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার শ্লোগান নিয়ে দলটি গঠিত হয়। মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের কমান্ডার মেজর (অব) এম এ জলিলকে আহবায়ক এবং মুক্তিযুদ্ধে বিএলএফ-মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের উপ-অধিনায়ক আ স ম আব্দুর রব যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
একই বছর ২২ ডিসেম্বর প্রথম জাতীয় সম্মেলনের মাধ্যমে মেজর এম এ জলিলকে সভাপতি এবং আ স ম আব্দুর রবকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। তবে দলটি গঠনের নেপথ্যের কারিগর ছিলেন সিরাজুল আলম খান।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির ৪ ধারাই পৃথ পৃথক ভাবে কর্মসূচি পালন করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।