বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাট শহরের নাগেরবাজারএলাকায় একটি বেকারীর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ এপ্রিল) রাত ১০ টার দিকে শহরের কচুয়াপট্টি এলাকার রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারীরকারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী, রেড ক্রিসেন্টের সদস্য, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে কারখানার মধ্যে থাকা বেকারীর বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী মাঞ্জারওল সাজিদ জানান, রাত ১০ টার দিকে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ডাক-চিৎকার দেয়। পরে লোকজন এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার বলেন, দুটি ইউনিটের দুই ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তাও জানাতে পারেননি তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।