মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্র ও সামরিক জোট ন্যাটো তাদের সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকে এ প্রক্রিয়া শুরু হবে। তবে এ সিদ্ধান্তে খুশি হতে পারেনি ভারত। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত।
বৃহস্পতিবার একটি সুরক্ষা সম্মেলনে রাওয়াত বলেন, আফগানিস্তান থেকে বিদেশী সেনা প্রত্যাহারের ফলে তৈরি হওয়া শূণ্যস্থানে ‘বিঘ্নকারীরা’ সুযোগ নেবে বলে ভারত আশঙ্কা করছে। তবে ‘বিঘ্নকারী’ বলতে তিনি কাদেরকে বা কোন দেশগুলোকে বুঝাচ্ছেন তার নাম বলতে অস্বীকার করেন।
এর আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে, আমেরিকার দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন সেনারা আফগানিস্তান থেকে ১ মে থেকে সরে আসবে। এ বিষয়ে রাওয়াত বলেন, ‘আমাদের উদ্বেগ হল যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সেনা প্রত্যাহারের ফলে যে শূন্যতা তৈরি হবে তা বিঘ্নকারীদের জন্য জায়গা তৈরি করে দেবে। যা উচিত নয়।’ এনডিএর বড় উদ্বেগ হল, আফগানিস্তানের অস্থিতিশীলতার প্রভাব ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরেও পড়তে পারে, যেখানে তিন দশক ধরে ভারত দমন-পীড়ন চালাচ্ছে।
তালেবানদের সাথে দীর্ঘদিনের সম্পর্কের কারণে পাকিস্তান আফগানিস্তানে আরও প্রভাব অর্জন করবে বলেও ভারতের উদ্বেগ রয়েছে, আমেরিকা চলে যাওয়ার পরে তারা সেখানে প্রভাবশালী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। রাওয়াত বলেন, ‘এমন অনেকই রয়েছেন যারা সেখানে তৈরি হওয়া শূণ্যস্থাণের সুযোগ নেয়ার অপেক্ষায় রয়েছেন।’
২০০১ সালে তালেবানদের ক্ষমতাচ্যুত করার পরে আফগানিস্তানে ভারত তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে রাস্তা ও বিদ্যুৎ কেন্দ্র নিমার্ণে। এমনকি তারা দেশটির সংসদও তৈরি করে দিয়েছে। রাওয়াত বলেন, ‘যতক্ষণ শান্তি বজায় থাকবে, ভারত ততক্ষণ আফগানিস্তানে আরও বেশি সহায়তা দিতে পারলে খুশি হবে।’ সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।