Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রান্না ঘরের মেঝেতে স্ত্রীর লাশ পুঁতে রাখলেন স্বামী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ১২:০৯ পিএম

স্ত্রীকে হত্যা করে রান্না ঘরে পুঁতে রাখলেন স্বামী। কুষ্টিয়া শহরতলি মোল্লা তেঘড়িয়া ক্যানালপাড়া এলাকার একটি বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে রিমি খাতুন (২২) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টায় এক প্রতিবেশীর দেওয়া তথ্যে গৃহবধূর লাশ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

প্রতিবেশী রুবিনা খাতুন রাতে ওই বাড়ির টিউবওয়েলে পানি আনতে গিয়ে দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

বাড়ির মালিক মুরাদ হোসেন জানান, গত ফেব্রুয়ারি মাসে খোকসা উপজেলার বাসিন্দা হোটেল শ্রমিক আলামিন (২৫) এক হাজার টাকা মাসিক চুক্তিতে বাসাটি ভাড়া নেন। বাসায় আলামিন ও তার স্ত্রী রিমি থাকতেন।

তিনি বলেন, আলামিন শহরের মজমপুর গেটে জাহাঙ্গীর হোটেলে মিষ্টি বানানোর কারিগর হিসেবে কাজ করতেন। গত এক মাস যাবৎ ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকলেও বাসাতে ফিরতেন না।

বিষয়টি জানতে পেরে অসংখ্যবার তার মোবাইলে কল করে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বলে জানান বাড়ির মালিক।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত জানান, লাশটি হোটেল শ্রমিক আলামিনের স্ত্রীর বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিশ।

তিনি বলেন, পুলিশের ধারণা- পারিবারিক কলহের জেরে আলামিন তার স্ত্রী রিমিকে হত্যা করে মাটি চাপা দিয়ে পালিয়ে যান।



 

Show all comments
  • Burhan uddin khan ১৬ এপ্রিল, ২০২১, ১:৩৯ পিএম says : 0
    Punishment urgent
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ