প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পর্দায় আফরান নিশো-মেহজাবীন চৌধুরীর জুটি নিয়ে দর্শকের মধ্যে এক উত্তেজনা কাজ করে। জনপ্রিয় এই জুটি এবার অভিনয় করেছেন পবিত্র রমজান মাসকে উপলক্ষ্য করে নির্মিত ‘মহব্বত’ শিরোনামের একটি নাটকে। সিএমভি’র প্রযোজনায় ‘মহব্বত’ নামের নাটকটি উন্মুক্ত হয় ১০ এপ্রিল। প্রকাশের পর থেকে নাটকটি এখন সোশ্যাল মিডিয়ায় রয়েছে আলোচনার শীর্ষে।
মুক্তির ৬ দিনে নাটকটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৩৩ লাখ! সবচেয়ে উল্লেখযোগ্য দিক, নাটকটির কমেন্ট বক্সে দর্শকদের পজিটিভ মন্তব্য। যেমন নজির সাম্প্রতিক সময়ের কোনও কনটেন্টের বেলায় দেখা যায় না। ২৬ হাজার মন্তব্য পড়েছে এরমধ্যে ৯৮ ভাগই পজিটিভ।
নাটকের গল্পে দেখা যায়, মফস্বল শহরের বখাটে যুবক আফরান নিশো। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা মারে আর মেয়েদের উত্ত্যক্ত করে। অন্যদিকে হাজি সাহেবের যোগ্য মেয়ে মেহজাবীন। যার দুটো চোখ ছাড়া সবই পর্দায় থাকে। সেই মেহজাবীনের ওপর নজর পড়ে নিশোর। তখনই বাধে বিপত্তি। ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। এভাবেই এগিয়ে যায় নাটকটির গল্প। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘গ্রামে বা মফস্বল শহরে এমন অসংখ্য চরিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এসব চরিত্র নিয়ে নেতিবাচক গল্পই বেশি দেখি। তবে এই নাটকের মাধ্যমে বিশেষ একটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। এতে যেমন ভিন্ন একটি গল্প আছে, তেমনি দারুণ একটি বার্তাও আছে দর্শকদের জন্য। সম্ভবত সে কারণেই দর্শকদের কাছ থেকে আশাতীত সাড়া পাচ্ছি।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই নাটকটি আসলে সামাজিক ও ধর্মীয় কমিটমেন্টের জায়গা থেকে করা। আমি বিশ্বাস করি, নাটক-সিনেমা হলো সমাজের আয়না। সেই আয়নাতে যত বেশি পজিটিভ বিষয় তুলে ধরতে পারবো- ততোই দেশের জন্য মঙ্গল। আর সেটি যখন দর্শকরা গ্রহণ করেন, তখন মনে হয় আমরা সুপথেই আছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।